নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩
গতকাল শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউএসএআইডি এর অর্থায়নে জে এস আই কারিগরী সহায়তায় ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর এশিয়া রেজিলিয়েন্ট সিটিস প্রকল্প, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার, খুলনা সিটি কর্পোরেশন এর যৌথ উদ্যোগে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো " লার্ন গ্লোবালি, এপ্লাই লোকাললি"।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বিআইপি এর সভাপতি জনাব ফজলে রেজা সুমন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর প্লানার ও ড্যাপ এর পিডি জনাব আশরাফুল আলম, প্রফেসর আশিক উর রহমান, প্রফেসর ড. রাজাউল করিম, কেডিএ এ পরিকল্পনাবিদ তানভির আহমেদ, প্রফেসর জাকির হোসেন, প্রফেসর আহসানুল কবির কুয়েট এর শিক্ষক তুষার কান্তি রায়, ব্র্যাক এশিয়া রেজিলিয়েন্ট প্রকল্প এর জিয়ায়ুর রহমান, উতপল কুমার দাস, আবু বকর, স্মৃতি রানী মন্ডল, ওয়াশিম আকরাম প্রমুখ। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের নগর পরিকল্পনা বিভাগের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা গন এবং খুলনা অঞ্চলে অবস্থানরত পরিকল্পনাবিদ, স্থাপতি ও প্রকৌশলী গন উপস্থিত ছিলেন। র্যালি টি শেষে উপস্থিত অংশগ্রহনকারীগন খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত গ্রিন সিটি ইনিশিয়েটিভ শীর্ষক সেমিনারে উপস্থিত হন।
প্রকাশকঃ প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি
সম্পাদকঃ আবু হেনা মুক্তি
যোগাযোগঃ ঢাকা অফিসঃ ট্রমা সেন্টার ৩য় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা।
খুলনা অফিসঃ ৯, মির্জাপুর রোড, খুলনা।
সাতক্ষীরা অফিসঃ নলতা হাসপাতালের ৩য় তলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইলঃ ০১৭১১-২৮০০৪১,
E-mail : editor@news24ghonta.com, info@news24ghonta.com
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ ২৪ ঘন্টা | কারিগরি সহযোগিতায় পিকো সিস্টেম লিমিটেড
এই ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ