শনিবার, ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সিটি কলেজের প্রথম রি-ইউনিয়নকে সফল করুন : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, আগস্ট ২৮, ২০২৩

সিটি কলেজের প্রথম রি-ইউনিয়নকে সফল করুন : সিটি মেয়র
স্বপ্নীল হক, খুলনাঃ
খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ইউনিয়ন উদযাপন কমিটির এক মতবিনিময় সভা গতকাল বেলা ১১টায় কমিটির উপদেষ্টা এবং কলেজের প্রাক্তন ছাত্র সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভায় রি-ইউনিয়ন উদযাপন কমিটির এ পর্যন্ত প্রস্তুতির সর্বশেষ আপডেট অবগত করেন আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব তসলিম আহমেদ আশা।
সভায় রি-ইউনিয়নকে সফল করতে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মহানগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্রাক্তন অধ্যাপক আফজালুর রহমান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আহসান হাবীব  জলি, অহেদুজ্জামান চৌধুরী, প্রকৌশলী রুহুল আমিন হাওলাদার, বিশ্বাস জাফর আহমেদ, আমিন রেজা, কাউন্সিলর জেড মাহমুদ ডন, মাহবুব আলম সোহাগ, মো: ইসলাম খান, মাহমুদ আরেফিন রহমান মিঠু, আব্দুর রাজ্জাক, রকিব উদ্দিন ফারাজী, রবিউল ইসলাম রবি, মুন্সি আব্দুর রাজ্জাক, মোঃ আলমগীর কবির, মেহেরুন নিগার রোজী, বিপ্লব দাস, মোক্তার হোসেন, শিরিন আরা চৌধুরী, মো: মনিরুল ইসলাম, মোর্শেদ নেওয়াজ শিপলু, অলিপ কুমার সাহা, জাহিদুল ইসলাম অপি, ইরিনা আক্তার আইরিন, কামরুন নাহার কাজল, বনানী সুলতানা ঝুমু, জান্নাতুল মাওয়া রুনা, সাদিয়া আক্তার ডালিয়া, শিরিন আক্তার আইরিন, শেখ কমল হাসান, আমির হামজা, আমির হামজা রেদওয়ান রুহান, আফসানা ইউকি প্রমুখ।
কলেজের প্রাক্তন ছাত্র সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিষ্ঠার দীর্ঘদিন পরে নিজ প্রাণের বিদ্যাপিঠ সিটি কলেজের প্রথম রি-ইউনিয়নের উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই রি-ইউনিয়ন সুষ্ঠু সুন্দর এবং পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে আমরা উপদেষ্টা মন্ডলী আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করবো। সিটি মেয়র বলেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক উদ্যোগ। এখানে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জোরালো আহ্বান জানান তিনি। মেয়র তালুকদার আব্দুল খালেক আশা প্রকাশ করেন, আগামী ২৮ অক্টোবর সিটি কলেজের প্রথম রি-ইউনিয়ন আয়োজন হবে সকল শিক্ষাবর্ষের বন্ধুদের এক স্মরণীয় মিলন মেলা। তিনি সকলকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে রি-ইউনিয়নের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

0 Comments