শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তামিমকে নিয়ে সুখবর দিলেন সুজন

অনলাইন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৩, ২০২৩

তামিমকে নিয়ে সুখবর দিলেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি থেকে। অনুশীলনে নেমে পড়েছে অংশগ্রহণকারী ৭ দল। মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে মঙ্গলবার দলীয় অনুশীলন শেষে কথা বলেছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল সম্পূর্ণ ফিট রয়েছেন।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে কুঁচকির চোটে মাঠে নামতে পারেননি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শঙ্কা জেগেছিল কবে নাগাদ মাঠে ফিরতে পারববেন তারকা এই ওপেনার। যদিও নিজ দল খুলনার হয়ে অনুশীলনে ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন তামিম। তবে কতটা ফিট রয়েছেন সেই প্রশ্নের জট খুলে দিয়েছেন খুলনার প্রধান কোচ।

কোচ সুজন তামিমের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনশাআল্লাহ তামিম ইজ রিকভার ভেরি ওয়েল। আমি মনে করি সম্পূর্ণ ভালো, ব্যাংকক গিয়েছিল। নেটেও ভালো ব্যাটিং করেছে গত দুইদিনে। আমিও যা বলেছি একটু স্লো যেতে যেহেতু আমাদের খেলা ৭ তারিখে আজ মাত্র ৩ তারিখ। আমরা আগামীকাল একটা প্রাকটিস ম্যাচ খেলব। হয়তোবা কিছুক্ষণ ব্যাটিং করবে তামিম সেখানে। সে ফিট, রেডি টু গো।’

এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে জেগেছে শঙ্কা সেক্ষত্রে খুলনা টাইগার্সের বিদেশি কোটার ক্রিকেটাররা কবে যোগ দিবেন। এমন প্রশ্নের জবাবে অবশ্য সুজন বলেছেন, ‘না বিদেশি সব খেলোয়াড় এখনো পাইনি। আজকেই একজন ক্রিকেটার আসবে, পল ম্যাক্রেন। আর বাকিরা হয়তো বা কালকে কিছু খেলোয়াড় আসতে পারে, পরশুও আসতে পারে।’
0 Comments