বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তিন বছরের হিন্দি সিনেমায় সর্বোচ্চ আয় ‘ব্রহ্মাস্ত্র’র

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ১, ২০২২

তিন বছরের হিন্দি সিনেমায় সর্বোচ্চ আয় ‘ব্রহ্মাস্ত্র’র
‘আমি যে ধরনের মানুষ, আমি নিজেকে বা অন্যের চলচ্চিত্র সম্পর্কে বাড়িয়ে বলতে খুব পছন্দ করি না। মনে হচ্ছে ছবিটির রায় বেরিয়ে এসেছে। আমরা আমাদের ভবিষ্যতের দিকে অনেক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি ছবির সাফল্য নিজেই কথা বলছে। আমাকে আর কিছু বলতে হবে না।’

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ বিশ্বব্যাপী ৪০০ কোটির ওপরে ব্যবসা করেছে। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। বিগত তিন বছর অন্য কোনও হিন্দি সিনেমা এতটা বক্স অফিসে কালেকশন করতে পারেনি বলে দাবি। যদিও এখনও অনেকেই এই ছবিকে ‘হিট’ তকমা দিতে নারাজ। গোটা বিষয়টাই পাত্তা দিতে নারাজ পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। ‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে অনেকটাই হলমুখী হয়েছেন দর্শক।

 ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। ২০১৫ সালে প্রযোজনা সংস্থার পক্ষে ‘ব্রহ্মাস্ত্র’মুভির ঘোষণা করা হয়েছিল। ২০১৭ সালে শুটিং শুরু হয় ছবির। সফল হয়েছে ছবি, দর্শকদের পছন্দ হয়েছে, পরিচালক এবং প্রযোজক উভয়ই খুশি এবং স্বস্তি পেয়েছেন। পরিচালক অয়নের কথায়, ‘আনন্দ, স্বস্তি, উচ্ছ্বাসও রয়েছে। আমি স্বীকার করব ভবিষ্যতের দিকে একটু ফোকাস আছে। আমি তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার দায়িত্ব অনুভব করে কিছুটা অবাক হয়েছি। আমার কাছের লোকেরা আমাকে বলছে, কিছু সময়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা, বিরতি নেওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জন্য সেই পুনঃরায় জেগে ওঠাটা প্রয়োজন। এই ট্রিলজি এবং অ্যাস্ট্রাভার্সের খেলা - যে জিনিসগুলিতে আমি বছরের পর বছর ধরে কাজ করছিলাম - সত্যিই যেন আরও বিবেচনার মতো। সেখানেই একটা উত্তেজনার বিষয়।'

ছবির সফলতা নিয়ে নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে চারদিকে। এ বিষয় অয়ন বলেন, ‘আমি যে ধরনের মানুষ, আমি নিজেকে বা অন্যের চলচ্চিত্র সম্পর্কে বাড়িয়ে বলতে খুব পছন্দ করি না। মনে হচ্ছে ছবিটির রায় বেরিয়ে এসেছে। আমরা আমাদের ভবিষ্যতের দিকে অনেক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি ছবির সাফল্য নিজেই কথা বলছে। আমাকে আর কিছু বলতে হবে না।’

সূত্র: আনন্দবাজার
0 Comments